এবার ফেনী সকারকে হারালো মোহামেডান

ফেনী সকারকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে রইলো মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2015, 01:11 PM
Updated : 26 July 2015, 01:11 PM

প্রথম পর্বে ১-১ গোলে ড্র হয়েছিল দুই দলের ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দ্বিতীয় পর্বের ম্যাচটিও ৮৪ মিনিট পর্যন্ত সমতায় ছিল। এরপর জুয়েল রানার মাপা ক্রসে ইসমাইল বাঙ্গুরার নিখুঁত হেড মোহামেডানের দশম জয় নিশ্চিত করে।

এই জয়ের পর ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা ফেনী সকার ১৫ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। আর ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

শুরুর দিকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলা মোহামেডান পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু জুয়েলের ক্রসে বাঙ্গুরা ঠিকঠাক হেড করতে পারেনি। তবে ছয় মিনিট পরই হতাশা কাটিয়ে এগিয়ে যায় মোহামেডান।

একাদশ মিনিটে বাঙ্গুরার শট ফেনী সকারের গোলরক্ষক আহসান হাবিব বিপু ফেরালেও বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বক্সের মধ্যেই পাওয়া বল ফিরতি শটে লক্ষ্যে পৌঁছে দিতে কোনো ভুল হয়নি ক্যামেরুনের ফরোয়ার্ড বেলিঙ্গা আম্বারার।

পিছিয়ে পড়া ফেনী সকার প্রথমার্ধে গোছালো ফুটবল খেললেও সুযোগ হারাতে থাকে। গাম্বিয়ার ফরোয়ার্ড দাউদা সিসের জোরালো শট লক্ষ্যে থাকেনি। জাত্তা মুস্তাফার দূরপাল্লার শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ফেনীর হতাশা আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহামেডানের ডিফেন্ডারদের ভুলে আর সোহেলের বুদ্ধিদ্বীপ্ত শটে সমতায় ফেরে ফেনী সকার। মুস্তাফার কর্নারে বক্সের মধ্যে বল পেয়ে যান সোহেল। মোহামেডানের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে আলতো শটে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড।

৬০তম মিনিটে জুয়েলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার দশ মিনিট পর বক্সের একটু বাইরে থেকে নেওয়া মিন্টু শেখের শট ফিস্ট করে ফেরান ফেনী সকার গোলরক্ষক।

শেষ দিকে বড় ধাক্কা খায় ফেনী সকার। মোহামেডানের মোবারককে লাথি মেরে স্মরণ হাওলাদার লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় তারা। এর পরপরই জুয়েলের মাপা ক্রসে বাঙ্গুরার নিখুঁত হেড ঠিকানা খুঁজে পায়।

অবশ্য দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার সেরা সুযোগটি মিন্টুর দৃঢ়তায় হারায় ফেনী সকার। আব্দুল্লাহ আল মামুনের গতিময় শট বুক দিয়ে আটকে দেয়ার পর ফেনী সকারের এই মিডফিল্ডারের নেওয়া ফিরতি শট গোল লাইন থেকে শেষ মুহূর্তে মিন্টু ফিরিয়ে দিলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে মোহামেডান।