সমর্থকদের কাণ্ডে বার্সেলোনার জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিছু সমর্থক কাতালানদের স্বাধীনতার স্বপক্ষে পতাকা ওড়ানোয় বার্সেলোনাকে জরিমানা গুণতে হচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2015, 11:48 AM
Updated : 24 July 2015, 11:48 AM

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার জানায় বার্সেলোনাকে ৩০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে বার্লিনের ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয় করে বার্সেলোনা। ওই ম্যাচেই কাতালান পতাকা ওড়ান কয়েকজন বার্সেলোনা সমর্থকেরা।

স্পেনের কাতালুনিয়া প্রদেশের রাজধানী বার্সেলোনা। কাতালুনিয়ার স্বাধীনতা পক্ষের লোকজন বার্সেলোনা ক্লাবের মাধ্যমে তাদের দাবি তুলে ধরার চেষ্টা করে।