চমক দেখিয়ে গোল্ড কাপের ফাইনালে জ্যামাইকা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের মতো কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে উঠেছে জ্যামাইকা। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মেক্সিকো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2015, 05:57 AM
Updated : 23 July 2015, 10:12 AM

বুধবার আটালান্টায় আগের টানা পাঁচটি ফাইনাল খেলা যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারায় জ্যামাইকা। একই দিন একই মাঠে পানামাকে ২-১ গোলে হারায় টুর্নামেন্টে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকো।

জর্জিয়া ডোম স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জ্যামাইকা।

৩১তম মিনিটে হেড থেকে জ্যামাইকাকে এগিয়ে দেন ড্যারেন ম্যাটকস। ৫ মিনিট পর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাইলস বার্নস।

৪৮তম মিনিটে মাইকেল ব্র্যাডলি একটি গোল শোধ করেন। এর পর জ্যামাইকার রক্ষণে বেশ চাপ তৈরি করেও গোল পায়নি যুক্তরাষ্ট্র।

অতিরিক্ত সময়ে গড়ানো দ্বিতীয় সেমি-ফাইনাল মেক্সিকোর জয়ের নায়ক আন্দ্রেস গুয়ার্দাদো।

ম্যাচের ৫৭তম মিনিটে রোমান তরেসের গোলে এগিয়ে যায় পানামা। যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে সমতায় ফেরান গুয়ার্দাদো। ১০৬তম মিনিটে জয়সূচক গোলটিও পেনাল্টি থেকেই করেন পিএসভির এই উইঙ্গার। মেক্সিকো দ্বাদশ বারের মতো গোল্ড কাপের ফাইনালে ওঠে।