মস্তিষ্ক চালিত গাড়ি!

গাড়ির স্টিয়ারিং হুইল ধরে আর গাড়ি চালাতে হবে না। এবার থেকে মস্তিষ্কের শক্তিতেই চলবে গাড়ি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2015, 03:46 PM
Updated : 19 July 2015, 04:40 PM

চীনের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি গ্রেট ওয়াল মটোর তিয়ানজিনের নানকাই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষককে নিয়ে এ ধরনের একটি গাড়ি তৈরি করেছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে গাড়িটি প্রদর্শন করা হয়।

একটি হেডসেটের (যেখানে ১৬টি সেন্সর রয়েছে) মাধ্যমে চালক তার মস্তিষ্ক দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্রদর্শনীতে দর্শকরা দেখেন, মস্তিষ্কের শক্তিতে গাড়িটি সামনে-পেছনে নেয়া এবং খোলা ও বন্ধ করা হচ্ছে।

সেন্সর মস্তিষ্ক থেকে পাঠানো সংকেতগুলো গ্রহণ করে। শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করা হয় এবং কার প্রসেসরে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়।

গবেষকদের একজন ডুয়ান ফেং বলেন, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের আগে এখনো বেশ কিছু প্রযুক্তির উন্নতি সাধন করতে হবে।

“আমদের প্রযুক্তিটি বেশ পরিপক্ক। কিন্তু এখনো বেশ কিছু কাজ করতে হবে, বিশেষ করে গাড়ির বিদ্যুৎ ব্যবস্থাপনায়। যার মাধ্যমে গাড়িটি আরো নিরাপদ, দক্ষ ও সহজে ব্যবহার উপযোগী হয়ে উঠবে।”