কৃত্রিম ডিএনএ তৈরিতে অগ্রগতি

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা এমন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ লিখছেন, যা কৃত্রিম ডিএনএ অনু বানাতে মানুষকে একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2013, 09:11 AM
Updated : 5 Oct 2013, 09:11 AM

সম্প্রতি সংবাদমাধ্যম দি ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, এটি অনেকটাই জাভা বা পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পার্থক্য শুধু এটুকুই যে, এটি ডিএনএর জন্য তৈরি করা হয়েছে।

তবে গবেষকরা জানিয়েছেন, এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করার মতো পর্যায়ে পৌঁছায়নি। তবে বিজ্ঞানীরা আশা করছেন, এ প্রযুক্তিতে তারা কৃত্রিম মলিকিউল তৈরি করতে সক্ষম হবেন। ভবিষ্যতে এর মাধ্যমে রোগীর শরীরে ওষুধ দেওয়া যাবে। এছাড়া এটি রোগ নির্ণয় বা রোগীর অস্বাভাবিকতা নির্ণয় করতে পারবে।

এ সংক্রান্ত গবেষণার অগ্রগতি নেচার ন্যানোটেকনোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির মাধ্যমে ডিএনএর বিভিন্ন সমীকরণ কোডে লিখতে হচ্ছে তাদের, যা নতুন ওষুধ এবং রোগ নিরাময়ে পরীক্ষা করে দেখা যেতে পারে।