ভয়েজার ১ সৌরজগতের বাইরে

নভোযান ভয়েজার ১ নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা অনেকদিন ধরেই বিতর্ক করছিলেন। বিতর্কের বিষয়বস্তু ছিল নভোযানটি আমাদের সৌরজগতের সীমানার বাইরে যেতে পেরেছে কি না।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2013, 12:26 PM
Updated : 17 Sept 2013, 12:26 PM

সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ৩৬ বছর পুরনো এ নভোযানটি এখন আমাদের সৌরজগতের বাইরে।

এটিই প্রথম মানুষ নির্মিত বস্তু, যা আমাদের সৌরমণ্ডলের বাইরে যেতে পেরেছে। এর আগে কখনও এমনটি হয়নি বলেই জানিয়েছে রয়টার্স।

হঠাৎ এক অপ্রত্যাশিত পরিমাপের ফলে বিজ্ঞানীরা নিশ্চিত হন ভয়েজার ১-এর বর্তমান অবস্থান এখন আমাদের সৌরজগতের বাইরে। এ তথ্যটি জানার ফলে অবশেষে মহাকাশ বিজ্ঞানীদের বিতর্কের অবসান হল।

ভয়েজার ১ এখন পৃথিবী থেকে দুই হাজার একশ’ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রায় ৩০ বছর আগে এটির প্লাজমা নির্দেশকটি অকেজো হয়ে পড়ায় বিজ্ঞানীরা পৃথিবী থেকে এর দূরত্ব সরাসরি পরিমাপ করতে পারছেন না।