প্রাণের সৃষ্টি মঙ্গলে!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দ্য ওয়েস্টহেইমার ইন্সটিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্টিভেন বেনারের নতুন আবিষ্কৃত তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা ধারণা করছেন, হয়তো প্রাণের শুরু মঙ্গল গ্রহেই হয়েছিল। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকশ’ কোটি বছর আগে মঙ্গলের আবহাওয়া প্রাণকোষ সৃষ্টির উপযোগী ছিল।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2013, 09:53 AM
Updated : 2 Sept 2013, 09:53 AM

এ তথ্য থেকেই বিজ্ঞানীরা ধারণা করছেন হয়তো পৃথিবীতে নয়, মঙ্গলেই প্রাণের সূচনা হয়েছিল। পরবর্তীতে উল্কার মাধ্যমে সে প্রাণ পৃথিবীতে এসে পৌঁছায়। এ রকম ধারণার পেছনে বিজ্ঞানীরা বলছেন, ফসিল রেকর্ড থেকে দেখা গেছে পৃথিবীতে ৩৫০ কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব ছিল; কিন্তু সে প্রাণ কীভাবে সৃষ্টি হয়েছে, তার কোনো সমাধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নতুন এ ধারণাটির বিষয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। আবার নতুন আবিষ্কৃত এ তথ্যের ভিত্তিতে প্রাণ সম্পর্কে যে ধারণা করা হচ্ছে, তা তারা একবারে ফেলেও দিতে পারছেন না।