দুই মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন

মহাকাশ গবেষণার অংশ হিসেবে দুই মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 04:38 PM
Updated : 16 Oct 2016, 04:38 PM

২০২২ সালের মধ্যে নতুন একটি মহাকাশ স্টেশন বানানোর প্রস্তুতি নিতেই দুইজনকে মহাকাশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ।

দেশটির কর্মকর্তারা জানান, সোমবার সকালে চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝউ-১১ মহাকাশযানে করে দুই মহাকাশচারী মহাকাশের পথে যাত্রা করবেন।

দুই মহাকাশচারী হলেন: ৪৯ বছর বয়সী জিং হাইপেং, যিনি এর আগে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন এবং ৩৭ বছর বয়সী চেন দং।

পরিকল্পনা অনুযায়ী দুই মহাকাশচারী প্রথমে তিয়াংগং-টু মহাকাশ স্টেশনে অবতরণ করবেন এবং সেখানে ৩০ দিন অবস্থান করে মানুষ বসবাসের উপযোগিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন।

এ বছরের শুরুতে তিয়াংগং মহাকাশ স্টেশনে তিনটি রকেট পাঠায়েছিল চীন। কিন্তু মানুষ বসবাসের উপযোগী না হওয়া ওই মিশনগুলো বাতিল হয়ে যায়।

চীন মহকাশে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে। এরই মধ্যে চীনের মহাকাশচারীরা মহাকাশে হেঁটে বেড়িয়েছেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর একমাত্র চীন নিজেদের মহাকাশচারী মহাকাশে পাঠিয়েছে।

২০১৩ সালে চীন সফলভাবে চাঁদের মাটিতে তাদের মানুষ্যবিহীন রোবট যান অবতরণ করাতে সক্ষম হয়েছে।