ধূমকেতুর পর এবার গ্রহাণুতে যাচ্ছে নাসার মহাকাশযান

ধূমকেতুর পর এবারই প্রথম কোনও গ্রহাণুতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2016, 01:44 PM
Updated : 8 Sept 2016, 01:44 PM

অসম্ভব দ্রুত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা সেই ঘাতক গ্রহাণুটিকে ঠেকানোর চেষ্টাতেই সেটির কাছে যাচ্ছে নাসা। বিশাল চেহারার এ গ্রহাণুটির নাম ‘বেন্নু’।

গ্রহাণুটির যে গতিপথ, তাতে পৃথিবীর ওপর সেটির আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই। জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্বাস, এই গ্রহাণুটির মাধ্যমেই হয়ত জানা যাবে  কিভাবে তৈরি হয়েছিল সৌরমণ্ডল। কিভাবে প্রাণ সৃষ্টি হয়েছিল পৃথিবীতে।

তাই,বেন্নুতে পদচিহ্ন এঁকে দিতে বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রকেটে চেপে মহাকাশে পাড়ি দিচ্ছে  ‘ওসিরিস-রেক্স’।

২০১৮ সালে ‘বেনু’তে পৌঁছেই এর পৃষ্ঠদেশ থেকে ‘নুড়ি-পাথর’ কুড়নো সহ গ্রহাণুটির বিভিন্ন এলাকার জমি-জরিপও করবে মহাকাশযানটি।  এরপর ২০২৩ সালে যানটি ফিরে আসবে পৃথিবীতে।