এম্পায়ার স্টেটে বিপন্ন প্রাণী প্রদর্শনী

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের বাইরের দিকের দেয়ালে একের পর এক ভেসে উঠছে বিপন্ন প্রজাতির প্রাণীর মুখ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 04:27 PM
Updated : 3 August 2015, 10:28 AM

শনিবার রাতে অসাধারণ এই দৃশ্য দেখতে ভবনটি ঘিরে জড়ো হয় হাজার হাজার মানুষ।

এ সময় বিপন্ন প্রজাতির চিতাবাঘ, বাঘ ও বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ছবি ভবনটির গায়ে ভেসে ওঠে।

বিলুপ্তপ্রায় এসব প্রাণী সম্পর্কে মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

এ মাসের শুরুতে একদল শিকারি জিম্বাবুয়ের বিখ্যাত সিংহ সেসিলকে হত্যা করে। সেসিলের মুখও ভবনটির গায়ে ভেসে উঠে।

আয়োজকরা জানান, সরাসরি ভিডিও প্রজেকশনের মাধ্যমে এ ধরনের আয়োজন এটিই প্রথম। মোট ১৬০টি বিপন্ন প্রজাতির প্রাণীর ছবি দেখানো হয় ভবনটিতে।

হাজার হাজার দর্শক এ দৃশ্য দেখে থমকে যায়। অনেকে ভবনের সামনে নিজেদের ছবি তোলে।

স্থানীয় সময় ২১ টা থেকে ২৪ টা পর্যন্ত (জিএমটি ০১ টা থেকে ০৪ টা পর্যন্ত) প্রতি ১৫ মিনিট পরপর ৮ মিনিটের ভিডিও দেখানো হয়।

ম্যানহাটানে অবস্থিত এম্পায়ার স্টেটের উচ্চতা ১২৫০ ফুট। ভবনের গায়ে ছবিগুলো দেখানোর জন্য বড় ধরনের ৪০টি প্রজেক্টর ব্যবহার করা হয়।

নতুন একটি ডিসকভারি ডকুমেন্টারি চ্যানেল চালুর অংশ হিসাবে আয়োজন করা হয় এ প্রদর্শনী।