চারপেয়ে সাপের ফসিলের সন্ধান

ব্রাজিলে প্রথম ১১ কোটিরও বেশি বছর আগের একটি চারপেয়ে সাপের ফসিলের খোঁজ মিলেছে।   

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 02:55 PM
Updated : 27 July 2015, 02:55 PM

এর আগে পেছনের পা যুক্ত সাপের বেশ কয়েকটি জীবাশ্ম পাওয়া গেলেও এ জীবাশ্মটি বর্তমান সাপের সরাসরি পূর্বপুরুষ বলে গণ্য করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এই পা গুলো সাপটির চলাফেরার ক্ষেত্রে কোনো কাজে লাগত না বলেই ধারণা করা হচ্ছে। খুব সম্ভবত শিকার ধরতে এগুলো ব্যবহার হত।

খুঁজে পাওয়া ফসিল দেখে বিজ্ঞানীরা বলছেন, সাপটি সাঁতার কাটত না বরং গর্ত খুড়ত। ফলে, সাপের আদি পুরুষদের মাটিতে বাসবাসের যুক্তি অনেক বেশি জোরালো হল।

বাথ বিশ্ববিদ্যালয়ের ড. নিক লংরিচ বলেন, “আমার জানা মতে এটি সবচেয়ে আদিম সাপের ফসিল এবং এটি যে কোন জলজ প্রাণীর না সেটি পরিষ্কার।”

বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্যের ব্যাখ্যায় লংরিচ বলেন, “জীবাশ্মটির লেজের গঠন দেখে বোঝা যাচ্ছে এটি সাঁতারের কাজে ব্যবহার হত না। এমনকি পাখনার কোনো চিহ্নও পাওয়া যায়নি। বরং এর দীর্ঘ মেরুদণ্ড এবং চেপ্টা মুখমণ্ডলবলে দেয় এটি গর্ত খোঁড়ার কাজে ব্যবহার হত।”