বর্ষায় উফশী তরমুজে কৃষকের হাসি

চুয়াডাঙ্গায় অসময়ে চাষ হচ্ছে জাপানি ‘বেকি’ জাতের তরমুজ, যা রোজার শুরু থেকে রাজধানীসহ সারাদেশে পাওয়া যাচ্ছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:24 PM
Updated : 6 July 2015, 12:24 PM

অন্যসব জাতের তরমুজ চাষ শেষ হয়ে গেলে এ জাতের তরমুজটির চাষ শুরু হয়। শুরুর ৬০ দিন পরই বিক্রি করা যায় এই তরমুজ।

এ তরমুজ চাষে বিঘা প্রতি খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। লাভ হয় ৬০ থেকে ৮০ হাজার টাকা।

তিন বছর আগে চুয়াডাঙ্গায় এ জাতের তরমুজ চাষ শুরু হয়। চলতি বছর জেলার ৩৫ হেক্টর জমিতে এ তরমুজের চাষ হয়েছে।

উচ্চ ফলনশীল জাতের এই তরমুজ চাষ করে সদরের গাড়াবাড়িয়া রতন আলী, লুৎফর রহমান, আজমত আলী এবং সুবদিয়া গ্রামের ছানোয়ার হোসেন ও আজিজুল হকসহ অনেক কৃষক লাভবান হয়েছেন।

</div>  </p><p>তাদের সাফল্য দেখে জেলার আরো বেশ কয়েকজন কৃষক বেকি জাতের তরমুজ চাষ শুরু করেছেন বলে জানিয়েছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর।</p>