গাইবান্ধায় মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজনের মৃত্য হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2019, 07:54 PM
Updated : 13 August 2019, 07:54 PM

মঙ্গলবার রাত পোনে ১০টার দিকে গাইবান্ধা সদরে দারিয়াপুরের ঠাকুরের দিঘী ভেলুপাড়া এলাকার এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন বলে সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহারিয়া জানিয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশার চালক সদর উপজেলার খোলাহাটি গ্রামের মজনু মিয়ার ছেলে খোরশেদ আলম (৩০) ও লেঙ্গাবাজারের আবুল হোসেনের ছেলে রোমান (২০)।

আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসি শাহারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাইবান্ধাগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়। আহত পাঁচ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১১টায় রোমানের মৃতু হয়।

“মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। তবে তার চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”