শেরপুরে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

শেরপুরে বাবাকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 01:58 PM
Updated : 12 July 2018, 01:59 PM

বৃহস্পতিবার শেরপুরের সিনিয়র দায়রা জজ এম এ নূর আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস (৫৫) নকলা উপজেলার বাছুর আগলা গ্রামের মৃত জয়কান্ত দাসের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে ভারপ্রাপ্ত পিপি অরুণ কুমার সিংহ রায় জানান, ২০১২ সালের ৯ অগাস্ট রাতে শ্যামল চন্দ্র দাস ও তার বাবা জয়কান্ত দাস শেরপুর শহরের শীতলপুর এলাকায় মনজিত কুমার সাহার (মনো) ভাড়া করা ধানের খোলায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেতনের টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে গলা কেটে হত্যা করে শ্যামল।

পরদিন সকালে ধানের খোলা থেকে জয়কান্তের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জয়কান্তের আরেক ছেলে সুভাষ চন্দ্র দাস বাদী হয়ে ভাই শ্যামল চন্দ্র দাসকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামি শ্যামলকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।