গোপালগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

গোপালগঞ্জে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যর বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 02:43 PM
Updated : 9 Feb 2018, 02:43 PM

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই ফরিদুল ইসলাম জানান, করপাড়া ইউনিয়নের কংশুর গ্রামের সাবেক ইউপি সদস্য দেলোয়ার সরদারের বিরুদ্ধে একই গ্রামের দেবদাস মজুমদারের জমি দখলচেষ্টার অভিযোগ পেয়েছেন তারা।

দেবদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দাদা কার্তিক মজুমদার কংশুর মৌজার ১০০ ও ২৮৬ নম্বর দাগের পাঁচ বিঘা জমির মালিক। তাদের দলিলপত্র রয়েছে।

“আমার বাবা হারান মজুমদারও এ জমি ভোগদখল করে আসছেন। গত নভেম্বরে দেলোয়ার এ জমির ধান জোর করে কেটে নেন। বাধা দিলে নারীসহ পরিবারের সদস্যদের মারধর করেন। এখন তিনি সেখানে কলাই চাষ করছেন।”

দেলোয়ার ওই জমি তাদের দাবি করলেও মারধরের কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমার বাবা আব্দুর রহমান সরদার এ জমি খেতেন। আমি এ তথ্য জানতে পেরে গত বছর গোপালগঞ্জ এসি (ল্যান্ড) অফিস থেকে ডিসিআর কেটেছি। এখন জমি দখলের চেষ্টা করছি।”

তবে সাংবাদিকদের তিনি ডিসিআর দেখাতে পারেননি।

এ বিষয়ে এসআই ফরিদুল ইসলাম বলেন, ওই জমিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। দেলোয়ার এ জমি জোর করে চাষ করছেন বলে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ বন্ধ করে দিয়েছি।”

উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি দেলোয়ার জানেন না বলে দাবি করেছেন।