‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই’

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 05:43 PM
Updated : 26 Sept 2017, 05:43 PM

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালীবাড়ি মন্দিরে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন। পরে সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, “হিন্দুরা নিজেদেরকে সংখ্যালঘু বললেও বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সব ধর্মের মানুষের দেশ এই বাংলাদেশ।

“বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় লালিত। এদেশে সব ধর্মের মানুষ সৌহার্দ্যের সাথে বাস করে। আসুন সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়ে তুলি। ধর্মান্ধ না হয়ে মানবতার আলোয় আলোকিত হই।”

দক্ষিণ কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য প্রমুখ।