নওগাঁয় গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা চুরি

নওগাঁর মান্দায় এক গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 11:49 AM
Updated : 26 Sept 2017, 11:49 AM

মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার গভীর রাতে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী বাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুছ আলী সরদার (৫০) ওই গ্রামের আকবর আলী সরদারের ছেলে।

ঘটনার পর এক চোরকে আটক ও চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন, চকউলী বাজারের কাছে ইউনুছ আলী ধান ভাঙানোর মেশিন ফেলে ব্যবসা করেন। মেশিন ঘরের সঙ্গে একটি গ্যারেজও ছিল।

“সোমবার রাতে খাবার খেয়ে গ্যারেজ পাহারা দেওয়ার জন্য মেশিনঘরে যান তিনি। মঙ্গলবার ভোরে পাশের জিনিয়াস কিন্ডার গার্টেনের একটি কক্ষে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।”

ওসি আনিসুর বলেন, সোমবার রাতে পাঁজরভাঙ্গা-জলছত্র রাস্তায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। রাত ৩টার দিকে ওই রাস্তায় ডাক্তারের মোড়ে দুইটি অটোরিকশা আসতে দেখে থামার নির্দেশ দেয় টহল দল।

“এসময় অটোরিকশায় থাকা চার ব্যক্তি পালানোর চেষ্টা করে। এদের মধ্যে শহিদুল ইসলাম (৪৫) নামে একজন পাশের ডোবায় পড়ে গেলে তাকে আটক করা হয়।”

ঘটনাস্থল থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আনিসুর বলেন, আটক শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার ও তিন সহযোগীর নাম প্রকাশ করেছে।