পিরোজপুরে হত্যার দায়ে যাবজ্জীবন

পিরোজপুরে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 09:02 AM
Updated : 26 Sept 2017, 09:33 AM

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

জরিমানার ২০ হাজার টাকা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

এছাড়া হত্যার আলামত নষ্টের দায়ে আদালত তাকে আরও তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত সোহেল হাওলাদার (৩৭) রায় ঘোষণার সময় কাঠগড়ায় ছিলেন। সোহেল পিরোজপুর পৌরসভার বড় খলিশাখালী গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

পিপি খান মো. আলাউদ্দিন বলেন, বাগেরহাট সদর উপজেলার খারদ্বার গ্রামের বাসিন্দা মো. শহিদ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

“২০১০ সালের ২৯ অগাস্ট শহিদকে তার বন্ধু সেলিম পিরোজপুরের বড় খলিশাখালি গ্রামে নিজের বাড়িতে নিয়ে হত্যা করেন। গ্রেপ্তার হওয়ার পর সোহেল হত্যার দায় স্বীকার করেন।”

ওই বছরেরই ২২ অক্টোবর পিরোজপুর সদর থানার এসআই বাদলকৃষ্ণ সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি আলাউদ্দিন বলেন, ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে।