ঝিনাইদহের ‘জঙ্গি’ আব্দুল্লাহ’র স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহে কয়েক দফা অভিযানের পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ‘জঙ্গি’ আব্দুল্লাহ’র স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 04:53 PM
Updated : 25 Sept 2017, 04:54 PM

সোমবার ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ডু গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান।

গত ২২ এপ্রিল বিকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায়। এ সময় সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম, সুইসাইডাল ভেস্ট, ২০ কন্টেনার কেমিক্যাল ও অস্ত্র উদ্ধার করে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

পরে গত ৮ মে মহেশপুরের বজরাপুরের জঙ্গি আস্তানায় অভিযানে যায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। এ সময় গোলাগুলিতে ‘জঙ্গি’ আব্দুল্লাহসহ দুইজন নিহত হন। গ্রেপ্তার হন বাড়ির মালিক ও তার ছেলে।

ওসি এমদাদুল বলেন, “সন্ধ্যায় মহিষাকুণ্ডু গ্রাম থেকে জঙ্গি’ আব্দুল্লাহ’র স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করা হয়। সে তার নানা বাড়িতে অবস্থান করছিল।

“রুবিনাও একজন জঙ্গি। তার বিরুদ্ধে মামলা আছে।”