মানিকগঞ্জে বন্যার্তদের ত্রাণ বিতরণে সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে মানিকগঞ্জের ঘিওরের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাকিব আল হাসান।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 02:05 PM
Updated : 25 Sept 2017, 02:05 PM

সোমবার ঘিওর ডি এন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বন্যাদুর্গতদের চাল, ডাল, চিনি,সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরৎণকালে সাকিব আল হাসান বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছি। প্রতিটি মানুষেরই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

“মানবিকতার জন্যই বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। বিশ্বের বিবেকমান প্রতিটি মানুষকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে।”

ত্রাণ বিতরণকালে স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুজর্য়, ক্রিকেট গ্রাউনস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম জনি, আব্দুল খালেক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।