বিএসএফের গুলিতে তরুণ নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাবরি সীমান্ত এলাকায় ভারতে বিএসএফের গুলিতে এক তরুণের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 08:58 AM
Updated : 25 Sept 2017, 01:51 PM

হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ ওই তরুণকে বাংলাদেশি বলে জানালেও বিজিবি বলেছে, সে ভারতীয় নাগরিক।

চেয়ারম্যান হামিদ বলেন, নিহত আব্দুর রাজ্জাক (২৪) নামে এই তরুণের বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ি সরকারবস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

চেয়ারম্যান হামিদ এলাকাবাসীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর পৌনে ৪টার দিকে রাজ্জাকসহ কয়েকজন ভারতে গরু আনতে যান।

“ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ করে গুলি করলে রাজ্জাক ঘটনাস্থলে মারা যান। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। আর রাজ্জাকের লাশ বিএসএফ তাদের ফুলবাড়ি ক্যাম্পে নিয়ে যায়।”

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের সবার সঙ্গে কথা বলে নিহত রাজ্জাক ভারতীয় বলে নিশ্চিত হওয়া গেছে।”