পিরোজপুরে জমির বিরোধে খুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমির বিরোধে প্রতিবেশীদের হামলায় একজনের মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 08:07 AM
Updated : 25 Sept 2017, 08:07 AM

নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, রোববার পাতিলাখালী গ্রামের কাশেম আলী শেখের ছেলে নজরুল ইসলামের (৪৫) ওপর এই হামলা হয়।

নিহত নজরুলের ভাই শাহাবুদ্দিন শেখ বলেন, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হাবিবুর শেখ, হানিফ শেখ ও লুৎফর শেখ সঙ্গে তাদের বিরোধ চলছে।

“বিরোধ মীমংসার জন্য রোববার সকালে আমাকে ও ভাই নজরুলকে ডেকে পাঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন। সেখানে যাওয়ার পথে লুৎফর ও হাবিবুর ১০-১৫ জন লোক নিয়ে ভ্যান থামিয়ে আমাদের দুই ভাইকে মারধর করে।”

নজরুলকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তিনি জানান।

এ বিষয়ে ওসি হাবিবুর বলেন, “জমির বিরোধে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।