রাবিতে রিকশা ভাড়া নির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে রিকশা ও অটোরিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 01:46 PM
Updated : 24 Sept 2017, 01:46 PM

রোববার থেকেই এ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

এরআগে প্রক্টর দপ্তরে এক মতবিনিময় সভায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।

প্রক্টর বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলের জন্য রিকশা ও অটোরিকশা চালকদের তালিকা করে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। সেইসঙ্গে তাদের বিশেষ ধরনের একটি পোশাকও সরবরাহ করা হবে।

ভাড়া নির্ধারণের ফলে ক্যাম্পাসে চলাচলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।