নাশকতার মামলায় ঝালকাঠিতে বিএনপির ৫৫ নেতাকর্মীর বিচার শুরু

বাসে অগ্নি সংযোগের অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে ঝালকাঠির একটি আদালতে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 12:44 PM
Updated : 24 Sept 2017, 12:44 PM

রোববার ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. ইফতেখারুল ইসলাম মল্লিক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল জানান, ২০১৬ সালের ২১ জানুয়ারি বিএনপি জামায়াত জোটের অবরোধ চলাকালে ঝালকাঠির দপদপিয়ায় আব্দুলাহ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

“এ ঘটনায় নলছিটি থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়াসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশের দেওয়া অভিযোগপত্র থেকে তিন স্কুল শিক্ষক ও এক মৃত ব্যক্তিকে (মামলার পরে মৃত) আদালত অব্যহতি দেয়। ”

বর্তমানে সকল আসামিরা জামিনে রয়েছেন বলে জানান তিনি।