স্কুলের পলেস্তারা খসে ১০ ছাত্রী আহত

মুন্সীগঞ্জের শ্রীনগর একটি বিদ্যালয় ভবেনের ছাদের পলেস্তারা খসে ১০ ছাত্রী আহত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 12:41 PM
Updated : 23 Sept 2017, 12:41 PM

শনিবার শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষিকা শাহানারা বেগম জানান।

আহতদের মধ্যে আয়শা আক্তার (১৩) ও জেরিন আক্তারকে (১৩) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষষ্ঠ শ্রেণিতে ক্লাস চলার সময় হঠাৎ করে বড় আকারের পলেস্তারা খসে ছাত্রীদের মাথায় পড়ে। এসময় অন্তত ১০ ছাত্রী আহত হয়। ভবন ধসের আতঙ্কে এ সময় ছাত্রীরা চিৎকার শুরু করে এবং দৌড়ে বেরিয়ে আসে।

প্রধান শিক্ষিকা বলেন, “দুই বছর আগে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছিল বলে অন্য শিক্ষকরা জানিয়েছেন।তখন তা মৌখিকভাবে উপজেলা প্রকৌশল অফিসে জানানোর পর তারা পরিদর্শন করে জানিয়েছিল এখনও পর্যন্ত ভবনটি পরিত্যক্ত ঘোষণার সময় হয়নি।

“কিন্তু দুই বছরে ভবনের অনেক পলেস্তারা খসে পড়েছে এবং একাধিক ফাটল দেখা দিয়েছে। পাঠ দান করার সময় ছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও আতঙ্কে থাকেন।”

শ্রীনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফায়েজুল ইসলাম জানান, “প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনা জানতে পেরেছি।তেমন সিরিয়াস কিছু ঘটেনি।

“রোববার প্রকৌশলী নিয়ে ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”