ধলেশ্বরী নদীতে হলো নৌকা বাইচ

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে আনন্দ উদ্দীপনার মধ্যে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 02:59 PM
Updated : 22 Sept 2017, 03:25 PM

শুক্রবার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।

আয়োজকরা জানান, কেরানীগঞ্জের লংকার চড় থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা অতিক্রম করে শহীদ রফিক সেতুতে এসে শেষ হয় প্রতিযোগিতা।

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।  

বাইচে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার নবাবগঞ্জ থেকে আসা নৌকা ‘মাসুদ রানা’। রানার আপও হয়েছে নবাবগঞ্জ থেকে আসা ‘বাংলার ঐতিহ্যবাহী নৌকা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল ও রানার আপকে একটি রিফ্রিজারেটর পুরস্কার দেওয়া হয়।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম পুরস্কারের খরচ বহন করেন বলে জানান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম।

 

পুরস্কার বিতরণকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রাম বাংলার এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ বেশি বেশি আয়োজন করার আহ্বান জানান।

তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।