দিনাজপুরে প্রতিমা ভাংচুর

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় একটি মণ্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 11:31 AM
Updated : 21 Sept 2017, 11:31 AM

সাতনালা ইউনিয়নের জোত সাতনালা ডাঙ্গিরপাড় বটতলা দুর্গামণ্ডপে বুধবার রাতে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

চিরিরবন্দর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৩টায় মন্দিরের লোকজন বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের ভেতর দুর্গা, লক্ষ্মী ও  সরস্বতী প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়।

ওসি হারেসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাতে বীরগঞ্জ উপজেলা সদরে সনাতনপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।