চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গা শহরে এক যুবককে আটক করা হয়েছে; যিনি রোহিঙ্গা বলে পুলিশের সন্দেহ।       

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 11:12 AM
Updated : 21 Sept 2017, 11:45 AM

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুনসুর আলম (২৮) তার বাড়ি কক্সবাজারের উখিয়া থানায় এবং বাবার নাম কালাম মিয়া ও মায়ের নাম মরিয়ম খাতুন বলে জানিয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে উখিয়া থানায় পাঠানো হবে। 

ওসি বলেন, “বুধবার রাতে রেলস্টেশন এলাকায় সন্দেহজনক অবস্থায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ”

পরে থানায় এনে মুনসুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অসংলগ্ন তথ্য দেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) আমির আব্বাস বলেন,আটক যুবকের ব্যাপারে উখিয়া থানায় খোঁজ নেওয়া হয়েছে। তবে তার দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

“ভালভাবে বাংলা বলতে না পরায় প্রাথমিকভাবে তাকে রোহিঙ্গা বলেই সন্দেহ করা হচ্ছে।”

তার নাম-পরিচয় নিশ্চিত করতে তাকে উখিয়া থানায় পাঠানো হবে বলে জানান তিনি।