বরগুনায় আ.লীগের সংঘর্ষ

বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বর্ধিত সভা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 10:32 AM
Updated : 21 Sept 2017, 11:26 AM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে বলে বরগুনা সদর থানার ওসি এসএস মাসুদুজ জামান জানান।

বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন ও জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ফারজানা সবুর রুমকির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষে ১৭ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

তারা বলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ নিয়ে শওকত ও রুমকির মধ্যে বিরোধ চলছিল। দুপুরে জেলা সার্কিট হাউজে সভাপতি নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলার সময় উভয় পক্ষের লোকজন বাইরে অবস্থান নেয়।

এক পর্যায়ে রুমকির অনুসারীদের উপর শওকতের অনুসারীরা হামলা চালায়।  পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে তারা জানান।

এ বিষয়ে জানতে চাইলে শওকত বলেন, “রুমকির অনুসারীরা অতর্কিত হামলা করলে আমার বেশ কিছু অনুসারী আহত হয়।”

তবে অভিযোগ অস্বীকার করে রুমকী বলেন,“শওকতের অনুসারীরা তার লোকজনের উপর হামলা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।”     

ওসি মাসুদুজ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে; ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।