মানহানিকর সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিক দণ্ডিত

মানহানিকর সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 03:26 PM
Updated : 20 Sept 2017, 03:26 PM

বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহম্মদ আব্দুন নূরের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, ঢাকা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ক্রাইম ওয়াচ রিপোর্ট’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রাজু, বার্তা সম্পাদক মো. গোলাম মোস্তফা রিয়াজ এবং প্রত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম ভুঞাঁ।

এদের মধ্যে রাজু ও রিয়াজকে দুই বছর করে এবং আনোয়ারুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বাদীর আইনজীবী সাইদুর রহমান জানান, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ২০১২ সালের ৫ ডিসেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হোসেনপুর উপজেলা পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান মো. আশরাফ হোসেন কবীর।

“মামলার পর থেকে সাংবাদিক রাজু ও রিয়াজ পলাতক থাকায় বুধবার অপর আসামি আনোয়ারুলের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। ”

১৫ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের শর্তে আনোয়ারুলকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।