মাগুরায় বিএনপি নেতাকে কুপিয়ে ‘টাকা ছিনতাই’

মাগুরার শ্রীপুরে তিন বিএনপি নেতাকে কুপিয়ে তিন লাখ ‘টাকা ছিনিয়ে নেওয়ার’ অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 03:17 PM
Updated : 20 Sept 2017, 03:17 PM

বুধবার শ্রীপুর থানার পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই বিএনপি নেতাদের।

এরা হলেন জেলা বিএনপির সদস্য খলিলুর রহমান, শ্রীকোল ইউনিয়ন যুবদল সভাপতি জহুরুল লস্কর ও শ্রীপুর উপজেলা বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক আওরঙ্গজেব রনি।

তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা তিনজনই মাছের আড়ৎদার।

আহত খলিলুর রহমান বলেন, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমানের নির্দেশে ক্ষমতাশীন দলের সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে।

হামলাকারীরা তাদের কাছে থাকা নগদ তিন লাখ টাকা  ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম হামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ দোষীদের আটকে তৎপর রয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, তিনি বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নন। বরং তিনি জানতে পেরেছেন বিএনপির ভেতর বিভক্তির জের ধরে নিজ দলের প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।

এদিকে হাসপাতালে আহত নেতাদের দেখতে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুরাদ অভিযোগ করেন, শুধু বিএনপি করার কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে।

পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে; তারা এখনও কাউকে গ্রেপ্তার করেনি বলে জানান তিনি।