দুর্গাপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

রাজশাহীর দূর্গাপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 11:15 AM
Updated : 20 Sept 2017, 11:15 AM

মঙ্গলবার উপজেলার ডাঙ্গিরপাড়া গ্রামের ওই গৃহবধূ (৩০) রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলাটি দায়ের করেন।

বিচারক মুনসুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্গাপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী নবাব আলী।

মামলার আসামি বশির আহাম্মদ (৪০) দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এছাড়াও বশির আহাম্মদ আরবাদ জামে মসজিদের ইমান এবং পানানগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর দায়িত্বও পালন করছেন।  

মামলার বরাত দিয়ে আইনজীবী নবাব আলী জানান, গত ৩১ অগাস্ট সকালে পানানগরের ডাঙ্গিরপাড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বশির আহাম্মদ।

“স্বামী বাড়িতে না থাকার সুযোগে নতুন কেনা রিফ্রিজারেটর দেখার নাম করে বাড়িতে ঢুকে বশির ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।”

এ সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে বশির পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়।

নবাব আলী আরও বলেন, ঘটনাটি গ্রাম্য সালিশে বিচারের আশ্বাস দিয়ে থানায় মামলা করতে বাধা দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

“গত ১১ সেপ্টেম্বর সকালে গ্রামে সালিশ বৈঠক বসে। কিন্তু ওই সালিশ বৈঠকে বশির হাজির হননি। সালিশ বৈঠকে হাজির না হওয়ায় ওই দিন দুপুরে বশিরের বিচার দাবিতে মানববন্ধন করে গ্রামের লোকজন।”

দুর্গাপুর থানার ওসি রুহুল আলম বলেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তবে আদালতে কোনো মামলা হলে বিচারকের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।