ঘোজাডাঙ্গায় কর্মবিরতি প্রত্যাহারে ভোমরা বন্দরে কাজ শুরু

ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে দুইদিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 09:51 AM
Updated : 20 Sept 2017, 09:51 AM

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, বুধবার সকাল থেকে দুই পার দিয়ে পণ্যবাহী যান চলাচল হয়।

ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার প্রতিবাদে চলতি মাসের ৯ তারিখে এক সভা থেকে সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন।এর প্রেক্ষিতে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

রাজু বলেন,“ সংগঠনের সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে সে দেশের কাস্টমস কর্তপক্ষ গত ১৭ অগাস্ট বসিরহাট থানায় সাধারণ ডায়েরি করেছিল। সে বিষয়ে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়।”

এর ফলে দুদিনের কর্মবিরতি শেষে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান তিনি।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, ঘোজাডাঙ্গায় কর্মবিরতির মধ্যে তারা দাপ্তরিক কার্যক্রম চালালেও গত দুইদিনে কোনো পণ্যবাহী যান বন্দরে প্রবেশ করেনি।

এতে সরকার প্রায় চার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানান তিনি।