গরম পানি ছুড়ে গৃহবধূর মুখ ঝলসে দিলেন স্বামী

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরম পানি ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 11:44 AM
Updated : 18 Sept 2017, 11:44 AM

সোমবার ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন বলে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।

দগ্ধ তাছলিমা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। ঘটনার পর থেকে জলিল পলাতক রয়েছেন।

তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই টাকার জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন করতেন স্বামী। কিছু দিন আগে স্বামীর অনুরোধে ’পদক্ষেপ’ নামের একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে দেন।

“ঋণ নেওয়ার পর  জলিল সাপ্তাহিক কিস্তির টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে রোববার কথাকাটাকাটির এক পর্যায়ে চুলায় ভাত রান্নার গরম পানি তুলে মুখে ছুড়ে মারেন জলিল।”

ওসি আসাদুজ্জামান বলেন, ওই গৃহবধূ সোমবার দুপুরে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।