এক সপ্তাহেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের  

নিখোঁজ হওয়ার সাত দিনেও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক মাদ্রাসা ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 12:09 PM
Updated : 17 Sept 2017, 12:09 PM

বছির উদ্দিন ওরফে রাকিব (১৫) নামের ওই ছাত্র উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের রানু আকন্দের ছেলে।

তিনি বগুড়া শহরের বুড়িগঞ্জ দিলহাম তসলিম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন।

রাকিবের বাবা রানু আকন্দ বলেন, রাকিব ঈদ-উল-আজহার ছুটিতে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে এসেছিল। ছুটি শেষে গত সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

“কিন্তু এরপর ওইদিন সন্ধ্যায় মাদ্রাসায় খোঁজ নিলে রাকিব পৌঁছেনি বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর থেকে সে নিখোঁজ।”

তিনি আরও জানান, আত্মীয়-স্বজন ও সম্ভব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রাকিবের সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় গত বৃহস্পতিবার সাদুল্লাপুর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, নিখোঁজ রাকিবের সন্ধানে জিডির বার্তা দেশের সকল থানায় পাঠানো হয়েছে। এছাড়া কেউ রাকিবের খোঁজ পেলে সাদুল্লাপুর থানার মোবাইল নম্বর-০১৭১৩৩৭৩৮৯৩ বা রাকিবের পরিবারের-০১৭৮৩১৯৬৭৬৫ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।