সৈয়দপুরে দুর্ঘটনায় শ্রমিক নিহত

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন আরেক আরোহী।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 11:33 AM
Updated : 17 Sept 2017, 11:33 AM

রোববার বিসিক শিল্পনগরী মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে সৈয়দপুর থানার পরির্দশক আমিরুল ইসলাম জানান।

নিহত আতাউর রহমান (২০) সৈয়দপুর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের ভর্তা মামুদের ছেলে। তিনি সৈয়দপুর বিসিক শিল্প নগরীর একটি কারখানার শ্রমিক।

আহত লিটনকে (২২) সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে পরির্দশক আমিরুল জানান, বিসিক শিল্পনগরী থেকে আতাউর  তার সহকর্র্মী লিটনকে সঙ্গে নিয়ে বাইসাইকেল যাচ্ছিলেন।

“একটি পিকআপ তাদের বাইসাকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আতাউরের মৃত্যু হয়।”

দুর্ঘটনায় কলেজছাত্র আহত, সড়কে অবরোধ

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে সৈয়দপুরের কামারপুকুর কলেজ মাড়ে পিকআপের ধাক্কায় দুই কলেজ ছাত্র আহত হয়েছেন।

এরা হলেন সৈয়দপুর কামারপুকুর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী মোমিনুল ইসলাম (১৭) ও নূরন্নবী (২০)। তাদের সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সৈয়দপুর থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা রংপুর-দিনাজপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।

“এতে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন।”

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।