নারায়ণগঞ্জে আহত রোহিঙ্গা যুবক উদ্ধার, ক্যাম্পে স্থানান্তর

নারায়ণগঞ্জ শহর থেকে আহত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 10:27 AM
Updated : 17 Sept 2017, 01:03 PM

উদ্ধারের পর রোববার শরণার্থী ক্যাম্পে পাঠানোর আগেতাকে চিকিৎসা সেবা দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন পারভেজ।

উদ্ধার ওই যুবকের নাম আব্দুল্লাহ(২৬)। বাবার নাম সোলেমান।

ওসি জানান, শনিবার মধ্যরাতে শহরের খানপুর এলাকায় ঘোরাফেরার করার সময় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তাকে নগরীর খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

“সে পুলিশ দেখলেই আঁতকে ওঠে এবং দৌড়ে পালানোর চেষ্টা করেছে। জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চট্টগ্রাম থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জ এসেছে।”

আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, মিয়ানমার সেনাবাহিনী তার ছোট বোনকে নির্যাতনের পর গলাকেটে হত্যা করেছে। আর মাকে রশি দিয়ে টান দিয়ে দুভাগ করে হত্যা করেছে।