মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে সংঘর্ষ, আহত ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মুক্তিযোদ্ধার তালিকার যাচাই-বাছাই ও তদন্তকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 01:01 PM
Updated : 16 Sept 2017, 01:02 PM

শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

আহতরা হলেন উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ফারুক মিয়ার ছেলে আব্দুর রব (৪০) ও পুত্রবধূ আছিয়া বেগম (৩৫)।

তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বদিউজ্জামান বদর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ মে বালিয়াডাঙ্গীর চাড়োল গ্রামের মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন উপজেলার ৩১ জন মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্তের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর লিখিত আবেদন করেন।

“আবেদনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক চার জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তদন্ত নিজেই করবেন জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেন।”

বাকি ২৭ জনের তদন্ত করার জন্য এডিসি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা কমান্ডারকে নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।

বদিউজ্জামান বলেন, শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কমিটি তাদের তদন্ত কাজ শুরু করে। এ সময় মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে সংঘর্ষ হলে দুইজন আহত হন।