ময়মনসিংহে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫

ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 06:21 PM
Updated : 14 Sept 2017, 06:21 PM

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম জানান, বৃহস্পতিবার রাতে নগরীর বাউন্ডারি রোড এলাকায় এ সংঘর্ষ হয়।

জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ আহমেদ অনি ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগ যুগ্ম আহবায়ক আরাফাত রহমান খোকন মসর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে তিনি জানান।

আহতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ আহমেদ অনি (২৪), দিদার আহমেদ (১৭), হৃত্তিক (১৭), রাকিব (১৮) ও মৃদুল (১৮)।

এরা সবাই ‘গুলিবিদ্ধ’ হন এবং তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

নূরে আলম আরও বলেন, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনার জেরে রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ যদি তার ব্যক্তিগত স্বার্থে এমন কোনো কাজ করে যা ছাত্রলীগের জন্য ক্ষতিকর, তাহলে তার দায়ভার জেলা ছাত্রলীগ কখনো নিবে না।

“এমন অপ্রিতিকর ঘটনা যারা করেছে তাদেরকে বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হচ্ছে। কেন্দ্র থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”