শ্রীমঙ্গলে প্রতিরক্ষা বাঁধ ‘ঝুঁকিতে’, সংস্কারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপলা নদী ও হাইল হাওরের প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে তা রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাবাসী।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 01:35 PM
Updated : 14 Sept 2017, 01:49 PM

এ দাবিতে বৃহস্পতিবার যতরপুর গ্রামের মোল্লাকান্দি এলাকায় মানবন্ধন করেন এলাকার সর্বস্তরের মানুষ।

মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফিয়ান চৌধুরীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুহিত পাল, ফয়জুল হক মোল্লা, সাবেক সদস্য রুসন মিয়া, গ্রামের গণ্যমান্য মসুদ মিয়া ও তছকির মিয়া।

বক্তারা বলেন, হাইল হাওর রক্ষাবাঁধ ঝুঁকিতে রয়েছে। এটি ভেঙে গেলে শ্রীমঙ্গলের যতরপুর, মৌলভীবাজার সদরের আটঘর, সিকরাল, গোবিন্দপুর, জাকান্দিসহ ৮/১০টি গ্রাম পানিতে তলিয়ে যাবে। নষ্ট হয়ে যাবে শত শত একর ফসলি জমি।

তাই মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড নির্মিত গ্রাম প্রতিরক্ষা বাঁধটির ভাঙা অংশ দ্রুত মেরামত করা জরুরি বলে তারা বলেন।

এ বর্ষায় বন্যায় এই বাঁধটির প্রায় দুই কিলোমিটার এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি তারে।

এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, এই বাঁধটিতে কয়েক বছর আগে কাজ হয়েছে। এবারের বন্যায় এটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। পানি না কমা পর্যন্ত এর মেরামত কাজ সম্ভব হবে না। তবে এটি তাদের নজরদারিতে রয়েছে।