সিলেটে ছাত্রলীগকর্মী হত্যা: মামলা হয়নি, গ্রেপ্তার নেই

সিলেটে ছাত্রলীগকর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি; কোনো গ্রেপ্তারও নেই।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 11:53 AM
Updated : 14 Sept 2017, 11:53 AM

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে মাসুমের মরদেহের তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। লাশ দাফন শেষে মাসুমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

হামলাকারীদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালনো হয়েছে বলে জানান তিনি।

বুধবার বিকালে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের কাছে প্রতিপক্ষের কয়েকজন যুবক মাসুমকে মারধর ও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া মোহাম্মদ মাসুম (২২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মাসুক মিয়ার ছেলে।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান জানান, জাকারিয়া মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত সুরমা গ্রুপের কর্মী ছিলেন।

মঙ্গলবার রাতে নগরীর সোবহানীঘাটে আলী আহমদ মাহিন নামের এক ছাত্রলীগকর্মীকে মারধর করে জাকারিয়া মাসুমসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী। এর জের ধরেই বুধবার মাসুমের উপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধরণা করছে পুলিশ।