গোপালগঞ্জে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

গোপালগঞ্জের সদর উপজেলায় `মাদক সেবনে বাধা দেওয়ায়’ এক বৃদ্ধাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তার ছেলে থানায় অভিযোগ করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 08:12 AM
Updated : 14 Sept 2017, 08:12 AM

দগ্ধ আমেনা বেগমকে (৭৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার গোবরা চারঘাটা গ্রামের মো. আকুল হোসেনের স্ত্রী।

সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, ওই এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার বিকালে আমেনার ছেলে মো. আয়ুব আলী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, বেশ কিছু দিন ধরে আমেনাদের বাড়ির একটি একটি ফাঁকা ঘরে বসে এলাকার কিছু ‘মাদকবিক্রেতা’ মাদক সেবন করে আসছিল।

“এতে আমেনা ও তার পরিবারের সদস্যরা তাদের বাধা দেয়। এর জেরে মঙ্গলবার গভীর রাতে ওই মাদক বিক্রেতারা আমেনার ঘরের জানালা দিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। ”

পরে আমেনার চিৎকারে তার বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক হোসেন বলেন, আমেনাকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ওই বৃদ্ধার শরীরের অধিকাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে; জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।