এক মণ্ডপে হবে ৬৫১ প্রতিমার দুর্গোৎসব

গত বছরের চেয়ে এ বছর আরও অর্ধশত বাড়িয়ে ৬৫১টি প্রতিমা দিয়ে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে বাগেরহাটের একটি মণ্ডপে।

অলীপ ঘটক বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 07:35 AM
Updated : 12 Sept 2017, 08:40 AM

সদর উপজেলার হাকিমপুর গ্রামের সিকদারবাড়ির এই পূজার আয়োজক বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সিকদার ও তার বাবা দুলাল সিকদার।

লিটনের দাবি, “প্রতিমার সংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে বড় পূজামণ্ডপ। গত বছর এখানে দুর্গাপূজার আয়োজন করা হয় ৬০১টি প্রতিমা দিয়ে। এ বছর থাকছে ৬৫১টি।”

সরেজমিনে দেখা গেছে, প্রতিমার মূল কাজ শেষে চলছে রং-তুলির আঁচড়।

ভাস্কর মিলন বাছাড় বলেন, রামায়ণ ও মহাভারতের দেবদেবীর নানা কাহিনি অবলম্বনে প্রতিমা তৈরি করা হয়েছে। প্রায় পাঁচ মাস ধরে ১৫ জন কারিগর কাজ করছেন।

“শেষ সময়ে তুলির কাজ চলছে পুরোদমে। এখন আমাদের দম ফেলার সময় নেই।”

২০১০ সাল থেকে বড় পরিসরে এই পূজা আয়োজন করে আসছেন লিটন সিকদার।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাগেরহাটের দুর্গাপূজা মানেই এখন সিকদারবাড়ির দুর্গাপূজা। আমাদের পূজাটি আকর্ষণীয় হওয়ায় এখানে দর্শনার্থীদের বিপুল সমাগম ঘটে। এছাড়া ফকিরহাটের বেতাগার ও পোলঘাট মণ্ডপে বেশি প্রতিমার পূজা হবে।”

উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বছর ১৯ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে এই দুর্গোৎসবের সূচনা হবে। দেবী দুর্গা এ বছর আসছেন নৌকায় চড়ে; ফিরে যাবেন ঘোড়ার পিঠে। পূজা চলবে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর।

সিকদারবাড়ির পূজা নিয়ে এলাকার সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “এমন পূজা আয়োজনের জন্য আমরা দারুণ খুশি। সিকদারবাড়ির পূজার জন্য আজ আমাদের হাকিমপুর গ্রাম দেশ-বিদেশে সবার কাছে পরিচিত হয়েছে।

“আমরা সব ধর্মের মানুষ এই দুর্গোৎসবে মিলিত হই। উৎসব যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য আমরা সবাই সহযোগিতা করে থাকি।”

পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, এ জেলায় এ বছর ৬০৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের।