অবশেষে নেত্রকোণার সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নেত্রকোণা সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণসহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ-সমাবেশের পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 04:38 AM
Updated : 12 Sept 2017, 08:09 AM

গত ৩ সেপ্টেম্বর ঠাকুরাকোণা গ্রামের ১৪ বছর বয়সী পান্নাকে তিনজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে ঘরে তার লাশ মেলে। কিন্তু পুলিশ শুধু অপমৃত্যুর মামলা নেয়। এ ঘটনায় প্রতিবাদে নামে এলাকবাসী।

সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহ নূর এ আলম জানান, সোমবার রাতে কিশোরী পান্নার মা আল্পনা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপ-সম্পাদক অপু চন্দ্র সরকারকে (২৩)।  অপু ঠাকুরাকোণা গ্রামের কাজল সরকারের ছেলে।

অন্য দুই আসামি হলেন – একই গ্রামের গফুর মিয়ার ছেলে মামুন (২৫) ও চান মিয়ার ছেলে সুলতান (২২)।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহ নূর বলেন, আসামি ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

“আশা করছি আসামিদের দ্রুত ধরতে পারব।”

মামলাটি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি ) নিবাস চন্দ্র মাঝি ও নেত্রকোণা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী তত্ত্বাবধান করছেন বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।