ট্রাক উল্টে ঢাকা-মৌলভীবাজার ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক উল্টে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও চট্টগ্রামে সঙ্গে যান চলাচল আবার শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 10:03 AM
Updated : 11 Sept 2017, 10:03 AM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল কাকিয়ার বাজার এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান।

বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকটি রাস্তার একপাশে সরিয়ে নেওয়ার পর যান চলাচল আবার শুরু হয় বলে জানান তিনি।

ট্রাক উল্টে যাওয়ার পর ওই সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ট্রাইলস ভর্তি ট্রাকটি ঢাকা থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে কাকিয়ার বাজার এলাকায় সেটি সড়কের উপর উল্টে যায়।

প্রত্যক্ষদর্শী অবিনাশ আচার্য্য বলেন, “একটি প্রাইভেট গাড়ি ট্রাকটিকে পাশ কাটিয়ে সামনে চলে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মাঝ রাস্তায় উল্টে পড়ে।”

এ ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানালেও পুলিশের তাদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।