হাকিমপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 09:33 AM
Updated : 10 Sept 2017, 09:35 AM

রোববার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অস্থায়ীভাবে স্থাপিত ফলক উম্মোচন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। 

জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় শতভাগ বিদ্যুতায়ন হাকিমপুরে ৪৭২ কিলোমিটার নির্মিত বিদ্যুৎ লাইনে ২৮ হাজার ৯৫৩টি সংযোগ দেওয়া হয়েছে ।

হাকিমপুর উপজেলায় তিনটি ইউনিয়নে ১০৮টি গ্রাম রয়েছে বলে জেলা প্রশাসন জানায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুর রহমান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম,পুলিশ সুপার হামিদুল আলম, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, মেয়র জামিল হোসেন প্রমুখ।