‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ স্কুলছাত্রকে কুপিয়ে জখম

‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে এক যুবক ও তার সহযোগীরা।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 08:07 AM
Updated : 10 Sept 2017, 08:53 AM

শনিবার রাতে ভানোর ইউনিয়নের দিঘীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

আহত মো. মাসুম (১৪) ওই গ্রামের আব্দুল বকুলের ছেলে এবং মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নাতি।

তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন থেকে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. কাজলসহ তার কয়েকজন সহযোগী মাসুমকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।

“শনিবার রাতেও উত্ত্যক্ত করলে প্রতিবাদ করায় কাজল ও তার পরিবারের লোকজন মাসুমকে ছুরির আঘাতে জখম করে।”

মিজানুর বলেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মাসুমকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মিজানুর।

হাসপাতালের চিকিৎসক শাহাজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুমের মাথার দুই পাশে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভানোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রাজিউর রহমান দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।