মদনে গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

নেত্রকোণার মদন উপজেলায় মসজিদ তহবিলের হিসাব নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হন তিনজন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 01:36 PM
Updated : 9 Sept 2017, 01:36 PM

শনিবার ফতেপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে মদন থানার পরিদর্শক মো. শওকত আলী জানান।

নিহত কাছুম আলী (৬০) ফতেপুর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।

আহতরা হলেন একই পাড়ার আশরাফুল আলী (২০), শাহীন (১৮) ও  আইন উদ্দিন  (৪০)।

আশরাফুল ও শাহীনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আইন উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক শওকত আলী স্থানীযদের বরাত দিয়ে জানান, ফতেপুর গ্রামের জামে মসজিদের তহবিলের টাকার হিসাব নিয়ে গ্রামের বাসিন্দা রেনু মিয়া, হাবুল মুন্সী, হিরণ মিয়ার সঙ্গে একই গ্রামের আইন উদ্দিন, কাছুম আলী ও তাদের লোকজনের বিরোধ চলে আসছিল।

কিছু দিন আগে দুপক্ষের লোকজনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয় বলে জানান শওকত।

“এর জের ধরে বিকালে মসজিদের পাশে রেনু মিয়া, হাবুল মুন্সী, হিরণ মিয়ার লোকজন আইন উদ্দিন ও কাছুম আলীর উপর হামলা চালালে

উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।”

এতে ঘটনাস্থলেই কাছুম আলী মারা যান বলে জানান তিনি।

শওকত আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পরিদর্শক শওকত।