আশাশুনিতে বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 12:11 PM
Updated : 9 Sept 2017, 03:30 PM

শুক্রবার গভীর রাতে প্রতাপনগরের হরিশখালি পয়েন্টে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়।

এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনকবলিত বাঁধ সংস্কারের কাজ করছে।

প্লাবিত গ্রামগুলো হলো প্রতাপনগর ইউনিয়নের হরিশখালী, মাদারবাড়িয়া, তালতলা ও প্রতাপনগর।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ জরাজীর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বললেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। গভীর রাতে বাঁধটি ভেঙে যায়।

“প্রথমে হরিশখালি ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়। পরে তালতলা ও প্রতাপনগর গ্রাম প্লাবিত হয়। এতে অন্তত এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি ভেসে গেছে।”

তিনি আরও জানান, শুক্রবার স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি সংস্কার করার কাজ শুরু হলেও দুপুরের জোয়ারে পানির প্রবল স্রোতে তা আবারও ভেঙে যায়। এরপর শনিবার সকাল থেকে আবার শুরু হয় বেড়িবাঁধ সংস্কারের কাজ।

আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের এসও সুনীল কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।

এ ব্যাপরে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।