আশুলিয়ায় স্কুল ছাত্র খুন, সহপাঠীসহ আটক ৬

ঢাকার আশুলিয়ায় এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 09:48 AM
Updated : 9 Sept 2017, 09:48 AM

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন শিক্ষার্থীসহ ছয় জনকে আটক করেছে।

শুক্রবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল।

নিহত আল আমিন শেখ (১২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের আইয়ুব আলীর ছেলে।

আলি আমিন তার পরিবারের সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ীর উত্তরপাড়া মহল্লায় বসবাস করত এবং স্থানীয় মন্ডল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আটকদের মধ্যে ইমরুল কায়েস, সিফাত ও আকাশ নিহত আল আমিরে সহপাঠী রয়েছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতের বাবা আইয়ুব আলী জানান, আল আমিন রাতে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে ইমরুল নামে এক সহপাঠী জানায়- আল আমিন গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছে।

“এ খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সহপাঠীরা আল আমিনকে হত্যা করেছে। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।

ওসি জানান, এদের মধ্যে নিহতের পক্ষের চার জন ও প্রতিপক্ষের দুই জন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরই কাকে আসামি করা হবে তা বলা যাবে।